পাল ও সেন বংশের রাজত্বে শেষভাগে দিনাজপুরের রাজা রামনারায়ন নামে এক প্রতাপ শালী রাজা রাজত্ব করতেন। তার রাজত্বের শেষ ভাগে এবংবার ভুইয়াদের আর্বিভাবের সময়কালে এ অঞ্চলে মদন নামে ক্ষুদ্র কিন্তুপ্রতাপশালী একজন রাজা রাজত্ব করতেন । ময়দানদীঘি বাজারে ২০০গজ পশ্চিমে মদনরাজার প্রাচীন ধ্বংসাবশেষ আজ বিদ্যমান । রাজা মদন পাল এখানে একটি দীঘি খননকরেন । রাজার নামানুসারে মদন এর দীঘি থেকে কালক্রমে ময়দানদীঘি নামে পরিচিতিলাভ করে। নামকরন করা হয় ময়দানদীঘি । ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ ডিজিটাল বাস্তাবায়নে বিভিন্ন ক্ষেত্রে স্বকীয়তা আজওসমুজ্জ্বল।ঐতিয্য বলতে ময়দানদিঘীটিই এখন প্রতিয়মান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস