Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন পরিষদের কার্যাবলী

২ নং ময়দানদীঘি ইউনিয়ন পরিষদ

উপজেলা-বোদা,জেলা-পঞ্চগড়।

 

 

অফিসপরিচিতি

 বোদা উপজেলা পরিষদ হইতে উত্তরে ৮কি.মি. ময়দানদিঘী  বাজার সংলগ্ন এক মনোরম পরিবেশে ময়দানদিঘী ইউনিয়ন পরিষদটি অবস্থিত । ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হচ্ছেন দপ্তর প্রধান জনগনের দোড় গোড়ার সেবা পৌছে দেওয়ার লÿÿ্য ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স ভরনে কৃষি বিভাগ ,জন স্বাস্থ্য বিভাগ, এল,জি,ইডি বিভাগ, পশু স্বাস্থ্য বিভাগ শিÿা বিভাগ , সমাজ কল্যাণ বিভাগ, কাজ করছে।

 

কাযাবলী

১। ইউনিয়নের হত দরিদ্রদের  মানে সরকার কর্তৃক বরাদ্দকৃত ভিজিএফ  খাদ্য শস্য ভিজিডি- খাদ্য শস্য , জি, আর খাদ্য শস্য, শীতবস্ত্র - অগ্রাবিকাব ভিত্তিতে সরকারী নির্দেশনা মোতাবেক বিতরণ নিশ্চিত করা হয়।  ২। সরকার কর্তৃক বরাদ্দকৃত বিধবা ভাতা , বয়স্ক ভাতা মাতৃত্বকাল ভাতা মুক্তিযোদ্ধা ভাতা প্রতিবন্ধিভাতা, সরকারী নির্দেশনা মোতাবেক ইউনিয়নের হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে   বিতরণ নিশ্চিত করা হয়।

৩। ইউনিয়নের জরম্নরী ও গুরম্নত্বপূর্ন বিভিন্ন তথ্য যথাযথ কর্তৃপÿÿর  মাধ্যমে সরকারকে দেওয়া হয়।

৪। জমণ নিবন্ধন, পশু সনদ, ব্যবসা বৃত্তি লাইসেন্স, পরিচয় পত্র বিভিন্ন প্রকার সুপারিশ গ্রাম শালিশী আদালতে বিচার কার্যক্রম পরিচালনা  ইত্যাদি কার্যক্রম বাসত্মবায়ন করে জনগনকে   সেবা দেওয়া হয়।

৫। প্রতি বৎসর সরকার কর্তৃক বরাদ্দকৃত এলজিএসপি- এডিপি, টিআর, কাবিখা, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচী জিআর, ইত্যাদি কার্যক্রমের আওতায় বরাদ্ধকৃত অর্থ ও খাদ্য শস্য যোগাযোগের উন্নয়ন কল্পে রাসত্মাঘাট ,ব্রীজ কালভাট রাসত্মার মাটিভরাট বিভিন্ন প্রকার পুর্ত কর্মসুচি , গৃহ নির্মান ইউনিয়নের হত দরিদ্র জনগনের স্বাস্থ্য সুরÿার জন্য স্যনিটেশন ব্যবসাহ নিশ্চিতকরন, বিশুদ্ধ পানী ও জলের সরবরাহ নিমিত্তে নলকুপ স্থাপন , শিÿার উন্নয়নে জন্য বিভিন্ন শিÿা প্রতিষ্ঠানে আসবাবপত্র ও খেলার সামগ্রী  সরবরাহ ইত্যাদি প্রকল্প বাসত্মবায়নের মাধ্যমে এলাকার উন্নয়ন করা হয়।

। ইউনিয়ন তথ্যও সেবা কেন্দ্রের মাধ্যমে জনগনের দোড়গোড়ায় সেবা পৌছে দেওয়ার লÿÿ্য কৃষকদের মাঝে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন তথ্য ও পরামর্শ সহ স্বাস্থ্য, শিÿা এবং সরকারের বিভিন্ন দপ্তরের জনসাধারনের বিভিন্ন বিষয়ে আবেদন প্রেরন, জমির বেকর্ড আবেদন ,বিভিন্ন ফরম ,চাকুরী বিজ্ঞপ্তি এবং আবেদন , ডিজিটালছবি তোলা ,বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও ভারা কম্পিউটার কম্পোজ প্রিন্ট সহ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বাজারে এবং বিভিন্ন গ্রামে শিÿা প্রতিষ্ঠানে শিÿনীয় এবং নাগরিক সচেতনতা মুলক ভিডিও চিত্র প্রদর্শন ইত্যাদি।